সার্চ ইঞ্জিন কাকে বলে? ১০ টি সার্চ ইঞ্জিনের নাম কি জানেন? সার্চ ইঞ্জিন মূলত এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে আমরা ইন্টারনেট থেকে যেকোনো ধরণের তথ্য খুঁজে পায়। যেমন গুগল থেকে শুরু করে বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়ানডেক্স ইত্যাদি আরও নানান ধরণের সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলোর সাহায্যে আমরা খুব সহজেই দরকারি তথ্য খুঁজে বের করতে সক্ষম হয়।
সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন যদি আমাদের সাথে শেষ অবদি থাকেন। যেমন সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি, সার্চ ইঞ্জিনের কাজ কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে , জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইত্যাদি সহ আরও প্রয়োজনীয় টপিকে আমরা আলোচনা করেছি।
উপস্থাপনা – সার্চ ইঞ্জিন
আপনি যখন কোন ব্রাউজার থেকে যেকোনো বিষয়ে তথ্য খুঁজেন তখন কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লাখ লাখ রেজাল্ট পান সেটা কি কখনও ভেবে দেখেছেন? এই কাজটি মূলত সার্চ ইঞ্জিন করে থাকে। এটি মূলত এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেট জগতের তথ্যের বিশাল ভান্ডার থেকে যেকোন প্রশ্নের উত্তর কইয়েক সেকেন্ডে খুঁজে বের করে।
সার্চ ইঞ্জিন কাকে বলে এবং ১০ টি সার্চ ইঞ্জিনের নাম কি তা নিয়ে আজকের এই আমরা ব্লগে আপনাদের সাথে বিস্তারিত যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করবো। তো আপনি যদি সার্চ ইঞ্জিন সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারনা জানতে চান, তাহলে এই পোস্টটি অবহেলা না করে প্রথম থেকে শেষ অবদি পড়তে থাকুন। তাহলে আসুন, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সার্চ ইঞ্জিন কি তা সংক্ষেপে জেনে নেই।
সার্চ ইঞ্জিন কি?
সার্চ ইঞ্জিন হচ্ছে মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম যেখানে ইন্টারনেট ব্যবহার করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেকোন তথ্য কিংবা আপনার প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্য খুঁজে বের করে দেয়। আপনি যখন কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে কোন কিছু সার্চ বা সন্ধান করেন, তখন সার্চ ইঞ্জিনটি আপনার দেওয়া শব্দফুলি বিশ্লেষণ করে এবং তারপর ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েব পেজ স্ক্যান করে।
আর এই প্রক্রিয়াকে মূলত ক্রলিং বলে। এটি এমন একটি ডিজিটাল অনুসন্ধান সিস্টেম যার সাহায্যে নেট জগতে বিভিন্ন ডকুমেন্ট থেকে শুরু করে ফাইল আকারে সন্ধানকারীকে তার প্রশ্নের সঠিক ভাবে মিলিয়ন মিলিয়ন ফলাফল প্রদান করে থাকে। এই সার্চ ইঞ্জিন প্রযুক্তির ব্যবহার দিনের পর দিন উন্নতির পথে অগ্রসর ঘটেছে। যার ফলে আমরা গুগল থেকে শুরু করে বিং, ইয়াহু এর মত শক্তিশালী সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করতে সক্ষম হচ্ছি।
সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি?
কাজের ধরনের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনকে মূলত ৭ ভাগে বিভক্ত করা যায় যথাঃ
- General Search Engine
- Web Search Engine
- Image Search Engine
- Video Search Engine
- Vertical Search Engine
- Hybrid Search Engine
- Metasearch Engine
সাধারনত প্রতিটি সার্চ ইঞ্জিনেরই ভিন্ন ভিন্ন আকার বা ধরণ রয়েছে। কিছু কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করে শুধু মাত্র ছবি বা ইমেজ সার্চ করা যায়। আবার কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করে শুধুমার ভিডিও সার্চ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া, এমন কিছু সার্চ ইঞ্জিনে উভয় বিষয় (ছবি ও ভিডিও) সার্চ করা যায়। মূলত এসব ধরণের উপর সার্চ ইঞ্জিনকে মোট ৭ ভাগে বিভক্ত করা প্রকারের সার্চ ইঞ্জিন রয়েছে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে মূলত একটি ওয়েবসাইটে অর্গানিক সার্চ ইঞ্জিন ফলাফলের মাধ্যমে ভিজিটরের পরিমান বাড়ানোর বৃদ্ধির অনুশীলনকে বোঝায়। প্রাসঙ্গিক অনুসন্ধানে দৃশ্যমানতা (Visibility in relevant searches) বাড়ানোর জন্য ওয়েবসাইটের উন্নতি সাধন করাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
আবার অন্যভাবে বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজ করার একটি পদ্ধতি যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এবং ব্লগ পোষ্ট উভয়ই সার্চ ইঞ্জিন গুলোতে সবচেয়ে ভালো পজিশনে দেখা যায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে সবচেয়ে বেশি কাজ করে মূলত সার্চ ইঞ্জিন ল্যান্ড, এরেফস, মজ, ব্যাকলিংকো, সার্চ ইঞ্জিন জার্নাল এবং সার্চ ইঞ্জিন ল্যান্ড। এগুলো প্রতিষ্ঠান এসইও কিভাবে কাজ্জ করে তা নিয়ে গবেষণা করে থাকে। এরা নিজস্ব কন্টেন্টে এসইও রিলেটেড পোস্ট করে থাকে।
১০ টি সার্চ ইঞ্জিনের নাম লিখুন
ওয়েব জগতের গুরুত্বপুর্ণ আবিষ্কার হচ্ছে সেরা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ব্যতিত ইন্টারনেট জগত অচল। সার্চ ইঞ্জিন গুলো আমাদের প্রয়োজনীয় তথ্য খুজে পেতে সহায়তা করে। আমরা এমন ১০ টি সার্চ ইঞ্জিনের নাম ও ব্যবহার নিচে উল্লেখ করেছি। আসুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক।
১. গুগল (google.com)
আমরা যারা ইন্টারনেট যুগে বসবাস করি তাদের প্রত্যেকের কাছে গুগল নামক শব্দটির সাথে পরিচিত। গুগল আমাদের সকলের জীবনের সাথেওতপ্রতভাবে জড়িত আছে।
২. ইয়াহু (yahoo.com)
সাধারনত ১৯৯৪ সালে পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন চালু হয়েছিল যার নাম হচ্ছে ইয়াহ। এটি মূলত ডিরেক্টরি সাবমিশন টাইপের ওয়েবসাইট হওয়া সত্তেও পরে দিনের পর দিন সার্চ ইঞ্জিনে রুপান্তরিত হয়ে গিয়েছে।
৩. বিং (bing.com)
মাইক্রোসফট বিং হচ্ছে মূলত সার্চ রেজাল্ট আরও বেশী গ্রহনযোগ্য জন্য অন্যতম। এটি ২০০৯ সালে মাইক্রোসফটের অফিসিয়াল ভাবে সার্চ ইঞ্জিন হিসেবে বিং প্রতিষ্ঠিত হয় ।
৪. আস্ক ডট কম (Ask.Com)
এটি সাধারনত ওয়েবে পরামর্শ দাতা বলা হয়। আর এটি আস্ক জেভিস নামেও পরিচিত। আস্ক ডট কম ওয়েব বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরের জন্য অনন্য।
৫. ডাকডাকগো (DuckDuckGo.com)
ডাকডাকগো ডট কম ইতোমধ্যে যারা অনলাইন মার্কেটার রয়েছে তাদের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন ক্রাউড সোর্স থেকে তথ্য সংগ্রহ করে এবং এর পাশাপাশি ইউজারদের তা প্রদর্শন করে ।
৬. ডগপাইল (DogPile.Com)
ডগপাইল ডট কম সার্চ ইঞ্জিন গুগল, বিং, ইয়াহু, ইয়ানডেক্স ইত্যাদি হতে বিভিন্ন তথ্য কালেক্ট করে এবং সেগুলো ইউজারদের প্রদর্শন করে ।
৭. এক্সাইট ডট কম (Excite.Com)
এটি মূলত ওয়েব জগতের সংগ্রহশালা (the collection)। এটি বিভিন্ন ওয়েব সাইট থেকে বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ করে পোর্টালের মাধ্যমে সংবাদ এবং আবহাওয়া বার্তা প্রদর্শন করে ।
৮. এন্টায়ার ওয়েব ডট কম (EntireWeb.Com)
এটি আমাদের প্রয়োজনীয়তা মোতাবেক নানান প্রকারের ওয়েসাইটের লিষ্ট প্রদর্শন করে। আপনি চাইলে আপনার ওয়েবসাইট এতে সাবমিট দিয়ে প্রচারনাও চালাতে পারবেন ।
৯. গিগাব্লাষ্ট ডট কম (gigablast.com)
এটি একটি খুবই স্বতন্ত্র সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত। আর এটি মূলত বিভিন্ন ওয়েবসাইটে নিজস্ব সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার হয়ে থাকে।
১০. টিউমা ডট কম (Teoma.com)
এই সার্চ ইঞ্জিনটি মূলত ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। আর এটি জনপ্রিয়তা পাওয়ার অন্যতম প্রধান কারন হল অ্যলগরিদম। এর অ্যলগরিদম পরবর্তীতে আস্ক ডট কমের সাথে একীভূত হয়ে যায়।
পিপীলিকা সার্চ ইঞ্জিন
পিপীলিকা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী উভয় ভাষাতেই কাজ করতে পারে। এই ওয়েব সার্ভিস এর কাজ হচ্ছে পুরো দেশের সাম্প্রতিক তথ্যগুলো ভালোমতো অনুসন্ধান করতে সাহায্য করা।
এছাড়াও এর কাজ হল দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ থেকে শুরু করে বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া, সরকারি তথ্য ইত্যাদি বিশ্লেষণ ও সংরক্ষণ করা।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে এই বিষয়ে আমাদের সকলেরই ধারণা নেয়া উচিত। আর আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, তাহলে আপনার জন্য এই বিষয়ে অবগত হওয়াটা অত্যন্ত জরুরি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক –
সার্চ ইঞ্জিন মূলত মোট ৩ টি ধাপে কাজ করে থাকে যথাঃ
- ক্রোলিং (Crawling)
- ইন্ডেক্সিং (Indexing)
- র্যাঙ্কিং (Ranking)
সার্চ ইঞ্জিন এই তিনটি ধাপে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য কালেক্ট করার পর সেগুলো আবার ডাটাবেজে সংরক্ষণ করে এবং পরে সেটা র্যাঙ্কিং এর মাধ্যমে ওয়েবপেজগুলো শো করে থাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আসুন শুরু থেকে আবার শুরু করা যাক।
সার্চ ইঞ্জিন ক্রোলিং (Crawling)
এই প্রক্রিয়াটি মূলত ইন্টারনেটের সকল তথ্যভাণ্ডারের মধ্যে ঘুরা ফেরা করে নতুন ওয়েবসাইট এবং নতুন তথ্য খুঁজে বের করে এবং সেগুলোর তথ্য কালেক্ট করে।
এই কাজটি সম্পন্ন করতে ব্যবহার হয় নিজস্ব কিছু প্রোগ্রাম যাদেরকে আমরা বট, স্পাইডার কিংবা ক্রলার হিসেবে জানি। এই বটগুলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেগুলো আবার সঠিকতা যাচাই বাছাই করে সেখান থেকে তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষণ করে।
সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং (Indexing)
সার্চ ইঞ্জিন কোন ওয়েবপেজ ক্রোলিং করলে, তখন তাদের তৈরি করা ক্যাটাগরি ভেদে সেখান থেকে পাওয়া তথ্যগুলো নিজের ডাটাবেজে সাজিয়ে রাখে। এই প্রক্রিয়াকেই ইন্ডেক্সিং বলা হয়।
যখন সার্চ ইঞ্জিন একটি ওয়েবপেজ কে ইনডেক্সড করে, তখন সার্চ করার ফলে সেই ওয়েবপেজটি খুঁজে পেতে সুবিধা হয়। এজন্য যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা ওয়েবসাইট এসইও করার মাধ্যমে পোষ্ট ইনডেক্স করে থাকেন।
সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং (Ranking)
সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম এর সাহায্যে মূলত সার্চ ইঞ্জিনে কেউ যখন কোন কিছু সন্ধান করে তখন কোন ওয়েবসাইটটি প্রথম পেইজে থাকবে এবং কোন ওয়েবসাইটটি সেকেন্ড পেইজে থাকবে।
প্রতিটা সার্চ ইঞ্জিন এর ভিন্ন ভিন্ন অ্যালগরিদম রয়েছে। এই অ্যালগরিদম ব্যবহার করেই একটি ওয়েব পেইজ এর সঠিকতা ও যাচাই করে ওয়েবসাইটগুলোকে ক্রমানুসারে সাজানো হয়।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনগুলো
আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এমন জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা সকল ধরণের তথ্য খুঁজে পাই। সেগুলো জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন এর নাম নিচে উল্লেখ করা হলঃ
- গুগল (Google)
- ইয়াহু (Yahoo)
- বিং (Bing)
- ডাকডাকগো (DuckDuckGo)
- ব্যাডু (Baidu)
আমরা হয়ত প্রায় সকলেই জানি যে গুগল হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আমরা সকলেই গুগল ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় তথ্য সন্ধান করে থাকি। এর পাশাপাশি মাইক্রোসফট বিং (Bing) এবং ইয়াহু (Yahoo) এই দুইটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তবে, বিগত কয়েক বছর ধরে গুগল সার্চ ইঞ্জিন একাই আধিপত্য করে আসছে। এবং দিনের পর দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
এছাড়াও আরও বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন ইয়ান্ডেক্স (Yandex) এটি মূলত রাশিয়ার একটি প্রধান সার্চ ইঞ্জিন, এবং নাভার (Naver) এটি মূলত দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এগুলিও তাদের নিজের দেশে ইন্টারনেট জগতে বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সার্চ ইঞ্জিন সম্পর্কে লেখকের মতামত
সার্চ ইঞ্জিন কাকে বলে, ১০ টি সার্চ ইঞ্জিনের নাম ও ব্যবহার, সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনগুলো, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা নিয়ে আমরা ইতিমধ্যে এই পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করেছি।
যারা সার্চ ইঞ্জিন কাকে বলে সংক্রান্ত তথ্য জানেনা তাদের ক্ষেত্রে আজকের এই পোস্টটি তাদের জন্য অনেক সহায়ক হবে বলে আশাবাদী। এতক্ষণ সময় নিয়ে এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।